Others Message Details

image

জনাব মোঃ রমজান আলী আকন্দ (DEO

নাটোর জেলার সিংড়া উপজেলাধীন ঐতিহ্যবাহী আগপাড়া শেরকোল বন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজটি নাটোর বগুড়া মহাসড়ক সংলগ্ন বারনই নদীর তীরে ও চলনবিল অধ্যুষিত এলাকায় মনোরম পরিবেশে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি আমার স্বল্প কার্যকালে দুইবার পরিদর্শন করেছি । প্রতিষ্ঠানের অবকাঠামো শিক্ষার মান পরিবেশ ফলজ ও বনজ বৃক্ষ, শৃঙ্খলা সবই সন্তোষজনক । প্রতিষ্ঠানটির ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে দীপ্ত পদচারনা চিরচেনা । প্রতিষ্ঠানের লাইব্রেরীটাও অনেক সুন্দর । জনবান্ধব ডিজিটাল সরকার প্রতিষ্ঠানটিতে শেখ রাসেল ডিজিটাল কম্পউটার ল্যাব স্থাপন করেছেন । যাহা প্রতিষ্ঠানের তথ্য প্রযু্ক্তিগত শিক্ষার অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রেখেছে । ইহাছাড়া ধারাবাহিক তত্বাবধানে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ একটি ডায়নামিক ওয়েব সাইট পরিচালনা করছে যাহা অত্যন্ত প্রসংশনীয় । তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এ যাত্রায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্যদ ও শুভানুধায়ীদের অভিনন্দন জানাই, জানাই সাধুবাদ । যুগোপযোগী এ মহতী উদ্যোগে জেলার অন্যান্য বিদ্যালয় অনুপ্রাণীত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস । আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি ।


মো. রমজান আলী আকন্দ
জেলা শিক্ষা অফিসার, নাটোর ।