Others Message Details

image

এড. জুনাইদ আহমেদ পলক (এমপি)

আগপাড়া শেরকোর বন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজটি আমার নির্বাচনী এলাকা নাটোর-৩ সিংড়ায় নাটোর বগুড়া মহাসড়ক সংলগ্ন বারনই নদীর তীরে ও চলনবিল অধ্যুষিত অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত । প্রতিষ্ঠানটি আমার নিজ ইউনিয়নে অবস্থিত হওয়ায় আমি বার বার প্রতিষ্ঠানে গিয়েছি । অধ্যক্ষ সাহেব ও এলাকার গন্যমান্য ব্যাক্তিগন প্রতিষ্ঠানের দায়িত্ব আমার দেওয়ায় আমি জুনিয়র স্কুলটিকে মাধ্যমিক বিদ্যালয়ে রুপান্তরিত করি । ২০১০ সালে প্রতিষ্ঠানের শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক দিক দিয়ে উপজেলার ভালো কয়েকটি প্রাতষ্ঠানের মধ্যে হওয়ায় আমি প্রতিষ্ঠানটিকে ২০১৫ উচ্চ মাধ্যমিক পর্যায়ে অনুমোদন করিয়ে দেই । যাহা বর্তমানে স্বীকৃতির অপেক্ষায় রয়েছে । প্রতিষ্ঠানটিতে ২০১৭ সালে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করে দিয়েছি যাহা তথ্য প্রযুক্তি শিক্ষার অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রেখেছে । তাছাড়া টিটিসি সমৃদ্ধ ৪তলা ভবনের কাজ চলছে । আমি অত্যন্ত খুশি হয়েছি অধ্যক্ষ সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় একটি ডায়নামিক ওয়েব সাইট চালু হয়েছে । আমি ধন্যবাদ জানাই, অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদকে যাহা ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ও যুযোপযোগী মান সম্মত শিক্ষায় সহযোগীতা করবে ।